অমিত শাহের বক্তব্যে ওবায়দুল কাদেরের সমর্থন, ঘৃন্য প্রতিহিংসার ধারাবাহিকতা
- আপডেট সময় : ০২:২৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যে ওবায়দুল কাদেরের সমর্থন, সম্পূর্নরুপে ঘৃন্য প্রতিহিংসার রাজনীতির ধারাবাহিকতা বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের বির্তকিত নাগরিকত্ব সংশোধনী আইন– এনআরসি কার্যক্রমকে বৈধতা দেয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। দুপুরে রাজধানীর নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ভারতের লোকসভায় বাংলাদেশ ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সম্প্রতি আমিত শাহের বক্তব্যকে ওবায়দুল কাদের সমর্থন দেয়ার প্রতিবাদ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এতে করে আওয়ামী লীগের সাধারন সম্পাদক, ভারতীয় মুখপাত্রের মতো আচরন করেছেন বলে দাবি করেন, বিএনপি মহাসচিব। ওয়ামী লীগ সরকার, সংখ্যালঘু নির্যাতনের দায় স্বীকার করেছেন বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বিএনপির শাসনামন সর্ম্পকে দেয়া মিথ্যা বক্তব্য প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।