অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে করোনার মূল্যবান চিকিৎসা যন্ত্রাংশ
- আপডেট সময় : ০৩:৫৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
চট্টগ্রামে করোনা মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের কেনা এবং দেশ-বিদেশের বিভিন্ন মহল থেকে অনুদান হিসেবে পাওয়া বিপুল পরিমাণ জীবন রক্ষাকারী চিকিৎসা যন্ত্রাংশ অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে। চিকিৎসক নেতারা বলছেন, এসব চিকিৎসা সামগ্রী রক্ষণাবেক্ষণে যে পরিমাণ দক্ষ জনবল প্রয়োজন, স্বাস্থ্য বিভাগে তা নেই। যদিও স্বাস্থ্য বিভাগের দাবি, সক্ষমতার সবটুকু ব্যবহার করে যন্ত্রাংশগুলো ব্যবহার উপযোগী রাখায় সচেষ্ট তারা।
২০২০ সালের মার্চ করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে দেশজুড়ে। পরিস্থিতি মোকাবিলায় আইসিইউ বেড, ভেন্টিলেটর, হাই ফ্লো-নজেল ক্যানোলা, অক্সিজেন সিলিন্ডারের মতো জীবনরক্ষাকারী সামগ্রীর অভাবে বিপর্যস্ত হয় পড়ে চিকিৎসা সেবা।
সরকারের নানামুখি উদ্যোগ আর বিত্তবানদের সহায়তায় বিপুল পরিমাণ চিকিৎসা সামগ্রীর যোগান আসে কয়েক মাসের মধ্যে।
করোনার আগে স্বল্প ব্যবহৃত এসব চিকিৎসা সামগ্রী এখন গলার কাটা হয়ে দাড়িয়েছে। এগুলো রক্ষণাবেক্ষন করার মতো দক্ষ জনবল নেই তাদের।
দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান টিআইবির দাবি, বিদ্যমান বাস্তবতায় বিপুল পরিমান টাকায় কেনা এসব যন্ত্রাংশ রক্ষণাবেক্ষনে স্বাস্থ্যবিভাগের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ।
তবে স্বাস্থ্য বিভাগের দাবি, করোনার দুই বছরে, শহরের পাশাপাশি প্রান্তিক পর্যায়ের হাসপাতালগুলোরও সক্ষমতা বেড়েছে। আর জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাদের অভিজ্ঞতাও সমৃদ্ধ হয়েছে।
আবার করোনার আশঙ্কা থাকায়, চিকিৎসা সামগ্রীগুলো রক্ষণাবেক্ষনের পাশাপাশি স্বাস্থ্য বিভাগের সক্ষমতা বাড়াতে সরকারকে উদ্যোগী হওয়ার আহবান জানিয়েছে সংশ্লিষ্টরা।