অযথা ধান মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করলে কাউকে ছাড় দেয়া হবে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
অযথা ধান মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ৩৫ মণের বেশি ধান যে মজুদ করবে অবশ্যই তার লাইসেন্স লাগবে, এছাড়া কেউ যদি ধান আলাদা ভাবে মজুদের চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি
দুপুরে ময়মনসিংহের সিএসডি গুদামের নব-নির্মিত ভবন উদ্বোধনকালে মন্ত্রী আরো বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের সকল খাদ্যগুদাম ও সংশ্লিষ্ট অফিসগুলো ডিজিটালাইজড্ করার জন্য ২৯৪ কোটি বরাদ্দ হয়ে কাজ শুরুর প্রক্রিয়াধীন রয়েছে। এর ফলে অনেক কিছুই সহজীকরণ হবে। পরে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এসময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবর রহমান, খাদ্য সচিব নাজমা আরা খানম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।