অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে কুড়িগ্রাম যাচ্ছেন ভুটানের রাজা
- আপডেট সময় : ০৯:৪১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
আজ কুড়িগ্রাম যাচ্ছেন ভুটানের রাজা জিগমে খেসার নাময়িগেল ওয়াংচুক। পরিদর্শন করবেন সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। পরে তিনি সড়ক পথে সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত হয়ে ভুটানে ফিরে যাবেন তিনি। তার সফর ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা।
কুড়িগ্রামের ধরলার পাড়ে অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত জায়গায় ভুটানের রাজার আগমন উপলক্ষে চলছে প্রস্তুতি। এখানে ১৫ মিনিটি অবস্থান করে স্থানটি পরিদর্শন করবেন তিনি।
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় ধরলা নদী ও সোনাহাট স্থলবন্দর সড়কের পাশে গড়ে তোলা হবে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল।এরই মধ্যে গত ১০ মার্চ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত জায়গা পরিদর্শনে করেন ভুটানের রাষ্ট্রদুত এইচ ই রিনচেন কুইন্টসি’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এবার সরেজমিন পরিদর্শনে আসছেন স্বয়ং ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক। অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার খবরে খুশি এ জেলার মানুষ।
অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে নদী, সড়ক ও রেল পথের সুবিধার পাশাপাশি এ জেলার মানুষের ভাগ্য বদলের আশা ব্যবসায়ীদের। আর রাজার আগমনের প্রস্ততিসহ ২০৯ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তুতির কথা জানায় জেলা প্রশাসন।
ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সস্ত্রীক সৈয়দপুর বিমান অবতরনের পর সড়ক পথে এসে দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম সার্কিট হাউজে পৌছাবেন। সেখানে দুপুরের খাবার সেরে দেড়টায় অর্থনৈতিক অঞ্চলের জায়গা পরিদর্শন শেষে সড়ক পথে সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত হয়ে নিজ দেশে যাবেন ভুটানের রাজা।