অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে কর প্রদানের বিকল্প নেই
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে কর প্রদানের বিকল্প নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া।
সকালে ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে সশস্ত্র বাহিনী আয়কর মেলা ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশের অর্থনৈতিক সক্ষমতায় চার কোটি মানুষ কর প্রদানে সক্ষম হলেও ২০১৮-১৯ অর্থ বছরে কর প্রদানকারীর সংখ্যা ছিলো মাত্র ২২ লাখ। যা এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তাই কর প্রদানকারীর সংখ্যা বাড়াতে ঘরে ঘরে গিয়ে কর প্রদানে মানুষকে সচেতন করার কথা জানান তিনি। সচেতনতার পরও মানুষ কর প্রদানে উৎসাহী না হলে আইন প্রয়োগের মাধ্যমে উপযুক্ত সবাইকে কর প্রদানে বাধ্য করা হবে বলেও জানান তিনি।