অর্থপাচারে জড়িত থাকার অভিযোগে ২৯ ব্যক্তি ও ১৪ প্রতিষ্ঠানের তালিকা তৈরি করেছে দুদক
- আপডেট সময় : ১২:১৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
অর্থপাচারে জড়িত থাকার অভিযোগে ২৯ ব্যক্তি ও ১৪ প্রতিষ্ঠানের তালিকা তৈরি করেছে দুর্নীতি দমন কমিশন…দুদক। এই তালিকায় নাম রয়েছে দেশের আলোচিত ব্যক্তি মুসা বিন শমসের ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর।
দুদক সূত্রে জানা গেছে, সংস্থাটির করা এই তালিকা আজ হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের নেতৃত্বাধীন বেঞ্চে জমা দেয়ার কথা রয়েছে। এর আগে হাইকোর্ট দুদকের কাছে অর্থপাচারকারীদের তথ্য জানতে চেয়েছিল।
এই তালিকায় আবদুল আওয়াল মিন্টুর পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন মাল্টিমোড লিমিটেডের অংশীদার নাসরিন ফাতেমা আউয়াল, তাবিথ আউয়াল, তাফসির আউয়াল ও তাজওয়ার মোহাম্মদ আউয়াল এবং আমেরিকা প্রবাসী মোগল ফরিদা ওয়াই ও শহিদ উল্লাহ। এতে আরও আছেন ব্যবসায়ী ফয়সাল আহমেদ চৌধুরী, উম্মে রুবানা প্রমুখ। এছাড়া ২৯ ব্যক্তির অনেকেই মূলত অর্থপাচারে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত।