অর্থ আত্মসাৎ মামলায় মোহাম্মদ শাহেদের ৪ দিনের রিমান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে ৪ দিনের রিমান্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। সিএনজি অটোরিক্সার লাইসেন্স পাইয়ে দেয়ার কথা বলে ৯১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাহেদের বিরুদ্ধে এই মামলা হয়।
দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে একই মামলায় গ্রেফতার দেখানোর জন্য শাহেদকে হাজির করা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালতে। তাকে গ্রেফতার দেখানোর অনুমতি দেন বিচারক। পুলিশের করা ১০ দিনের রিমান্ডের আবেদনের শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। মামলার বাদী মেসার্স মেগা মোটর্সের আইনজীবী জানান, আদালতে টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন শাহেদ। তবে শাহেদের আইনজীবীর দাবি- প্রাতিষ্ঠানিক লেনদেনের বিষয়টি স্বীকার করলেও টাকা আত্মসাতের সঙ্গে জড়িত নন শাহেদ।