অর্থ পাচারে অভিযুক্ত পি. কে. হালদারকে আবারো রিমান্ডে নিতে ইডির আবেদন
- আপডেট সময় : ০৬:২৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
অর্থ পাচারে অভিযুক্ত পি কে হালদারের আবারও রিমান্ড চাইতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইডি। দ্বিতীয় দফায় ১০ দিনের রিমান্ড শেষে আজ তাকে আদালতে তোলার কথা রয়েছে।
দুপুর ২টার পর কলকাতার ব্যাঙ্কশাল আদালতে পি কে এবং তার পাঁচ সহযোগীকে হাজির করা হবে। সেসময়ই, বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আরও ১৪ দিনের রিমান্ড চাইতে পারে ইডি। তাদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের জন্যও আবেদন করা হবে। তদন্তের স্বার্থে প্রয়োজনে কারাগারের ভেতরে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের অনুমতি চাইবেন গোয়েন্দা কর্মকর্তারা। পিকে হালদারসহ ছয় জনের বিরুদ্ধে ভারতীয় আইন মোতাবেক অর্থ পাচার মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতি প্রতিরোধ আইনে আরও একটি মামলা হতে পারে তার বিরুদ্ধে। প্রসঙ্গত, প্রথম তিন দিনের জেরা শেষে পি কে’র প্রায় ১৫০ কোটি রুপির বেশি সম্পদের হদিস পেয়েছে ইডি। বিগত ১০ দিনে ক্রমাগত জেরা ও তল্লাশি অভিযানে শেষে আরও একাধিক লুকায়িত সম্পত্তির হদিস পেয়েছে ইডি, যার আর্থিক মূল্যমান ৩০০ কোটি রুপির মতো।
এদিকে, ভারত ও বাংলাদেশ দুই আদালতে পিকে হালদারের বিচার হবে বলে জানিয়েছেন দুদকের কমিশনার ড. মোজাম্মেল হক খান।
সকালে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকার ড. মোজাম্মেল হক খান কলেজে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন দুদক কমিশনার। তিনি জানান, ভারতে গ্রেফতার হওয়া পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক কার্যক্রম চালানো হচ্ছে। মোজাম্মেল হক খান বলেন, পিকে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে ৩৫টি মামলা হয়েছে। পিকে হালদারকে দেশে ফিরিয়ে এনে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে পারলে আরও অজানা তথ্য বেরিয়ে আসবে।