অর্থ লুটপাটের আখড়ায় পরিণত হয়েছে লেবার হাউস

- আপডেট সময় : ১১:১৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬১ বার পড়া হয়েছে
চা শ্রমিকদের ঘামে ও শ্রমে উপার্জিত অর্থ লুটপাটের আখড়ায় পরিণত হয়েছে দেশের চা শ্রমিকদের সংগঠনিক কার্যালয় লেবার হাউস। শ্রমিকরা চাঁদা দিলেও শ্রমিকদের কল্যাণে কোনও কাজ না করে লোপাট করা হচ্ছে লাখ লাখ টাকা। আর শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, চা শ্রমিক ইউনিয়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
মৌলভীবাজারসহ সারাদেশে চা বাগানে কাজ করে এক লাখ শ্রমিক। তাদের প্রত্যেকে মাসে ১৫ টাকা করে ইউনিয়নে চাঁদা দেয়। এতে প্রতি মাসে ১৫ লাখ আর বছরে এক কোটি ৮০ লাখ টাকা লেবার হাউসে জমা হয়। তবে চা শ্রমিকদের কল্যাণে তার কানাকড়িও ব্যয় হয় না। শ্রমিকদের কষ্টের টাকা লোপাট করে নিচ্ছে শ্রমিক ইউনিয়নের নেতারা।
শ্রমিকদের ন্যায্য পাওনা ও সুযোগ-সুবিধা আদায়ে ১৯৪৮ সালে আত্মপ্রকাশ করে চা শ্রমিক ইউনিয়ন। সংগঠনটির নেতারা শ্রমিকদের কল্যাণে নয়, নিজেদের আখের গোছাতেই ব্যস্ত।
শ্রমিকের চাঁদার টাকা লোপাটের অভিযোগ অস্বীকার করে চা শ্রমিক ইউনিয়ন নেতারা। শ্রম অধিদপ্তরের উপ পরিচালক জানান, অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। দ্রুত অনিয়ের তদন্ত হবে; দোষীরা শাস্তি পাবে। আর চাঁদার টাকা শ্রমিকের কল্যাণে ব্যয় হবে-এমনটাই প্রত্যাশা চা শ্রমিকদের।