অর্ধেক ভাড়া দিতে চাইলে ধর্ষণের হুমকি দেওয়া বাসচালকের সহকারীকে গ্রেপ্তার করার আলটিমেটাম
- আপডেট সময় : ০১:৫৪:১০ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
অর্ধেক ভাড়া দিতে চাইলে ধর্ষণের হুমকি দেওয়া বাসচালকের সহকারীকে গ্রেপ্তার ও হাফ পাস ভাড়া নির্ধারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে সকালে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস ভাড়া নির্ধারণের দাবিতে রাজধানীর বকশীবাজার মোড় অবরোধ করেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী
হাফ ভাড়া দিতে চাওয়ায় ধর্ষণের হুমকির প্রতিবাদে রাজধানীর বকশি বাজার সড়ক অবরোধ করে আন্দোলন করছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
সকালে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সড়কে বসে পড়েন অবস্থান নেন তারা। এসময় বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও হোসেনি দালান সংলগ্ন সড়কে যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা জানায়, শনিবার ঠিকানা পরিবহনের একটি বাস ছাত্রীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানায়। কম ভাড়া দেয়ায় ছাত্রীদের গায়ে হাত দিয়ে বাস থেকে নামিয়ে দেয়া হয়। এ লাঞ্ছনার প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন। এ রুটের বাসগুলো হাফ ভাড়া দেওয়ায় ছাত্রীদের বাসে তোলে না। এছাড়াও ছাত্রী দেখলে দরজা বন্ধ করে রাখে।হাফ ভাড়া দিতে চাইলেই বাসে হইহুল্লোড় করে বাস থেকে নামিয়ে দেয়া হয় বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। দুপুর ১২টার পর দুই দফা দাবি পূরণের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী।