অসময়ের হঠাৎ বন্যায় দিশেহারা নওগাঁর কৃষক
- আপডেট সময় : ০৫:৪৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ১৭৪০ বার পড়া হয়েছে
বর্ষাশেষে অসময়ের হঠাৎ বন্যায় দিশেহারা নওগাঁর কৃষক। তলিয়ে গেছে মাঠের ধান, ভেসে গেছে পুকুরের মাছ। ফসল পানির নিচে তলিয়ে থাকায় ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি নিরূপণ করতে পারছেন না তারা। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরীর কাজ শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বন্যার পানিতে তলিয়ে গেছে শত শত হেক্টর ফসলি জমি, পুকুর আর বসতভিটা। আত্রাই, রানীনগর, মহাদেবপুরসহ মোট ৫ উপজেলা এখন বন্যার কবলে। মাঠগুলোতে এখনো পানির নিচে । কৃষকরা বলছেন, সপ্তাহের বেশি সময় ধরে ধানগাছগুলো পানিতে ডুবে থাকায় সেগুলো নষ্ট হয়ে গেছে। শুধু ফসলি জমিই নয়, তলিয়ে গেছে মাছের ঘেরও । ক্ষতির মুখে পড়েছেন মৎস্য চাষীরা। তাই লোকসান কাটিয়ে উঠতে সরকারিভাবে সহযোগিতা চেয়েছেন তারা।
বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরীতে মাঠে নেমেছে কৃষি সম্প্রসারন অধিদপ্তর। এখন পর্যন্ত উঠেছে প্রায় দুই হাজার
হেক্টর ফসলি জমির তালিকা করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। গত সেপ্টেম্বর মাসে পানি বাড়ে নওগাঁর আত্রাই ও ছোট যমুনা নদীর। এরপর বাঁধের ৬টি অংশ ভেঙ্গে ভেসে যায় জেলার ৫ উপজেলা।