অসহনীয় যানজটে নাকাল কিশোরগঞ্জবাসী
- আপডেট সময় : ০৩:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলা শহরে অসহনীয় যানজটে নাকাল ১৩ উপজেলার মানুষ। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে চলা এই জনদুর্ভোগ কমাতে নির্বিকার প্রশাসন। জেলা প্রশাসন, মেয়র, ট্রাফিক পুলিশ, বিভাগের সমন্বয়হীনতার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ।
সকাল, দুপুর, বিকেল, কিংবা সন্ধ্যা। বেশ কয়েক বছর ধরেই এমন যানজটের চিত্র চোখে পড়ে কিশোরগঞ্জ জেলা শহরের প্রতিটি সড়কে। ফুটপাতসহ রাস্তার অনেকাংশ দোকানীদের দখলে। শহরের গৌরাঙ্গ বাজার, পুরান থানা, একরামপুর, আখড়া বাজার ও আঠারোবাড়ি কাচারি মোড়ে ঘন্টার পর ঘন্টা থমকে থাকে গণপরিবহন। হেটে যেতে যেখানে পাঁচ মিনিটের পথ, সেখানে পরিবহনে যেতে লাগে এক ঘন্টা।
পৌরসভা থেকে জেলা শহরে চলাচলের জন্য ছয়শ ব্যাটারিচালিত রিকশার অনুমোদন দিলেও চলাচল করছে কয়েক হাজার। এ অবস্থার জন্য ট্রাফিক বিভাগকে দায়ী করছেন মেয়র।
অপর দিকে রাস্তার উপর থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ না করা ও হোটেল, ক্লিনিককের সামনে গাড়ি পার্কিং যানজটের অন্যতম কারণ, বলছে ট্রাফিক পুলিশ।
যানজট সহনীয় পর্যায়ে আনতে মাঠ পর্যায়ে আরো নিবিড় পর্যবেক্ষনের কথা বলছেন জেলা প্রশাসক।
দীর্ঘদিনের যানজট ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ নিবে প্রশাসন, এমন প্রত্যাশা কিশোরগঞ্জবাসীর।