অসহনীয় যানজটে স্থবির বিভাগীয় শহর রংপুর
- আপডেট সময় : ০৬:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
অসহনীয় যানজটে প্রতিদিনই স্থবির হয়ে পড়ছে বিভাগীয় শহর রংপুর। সড়কগুলোতে দীর্ঘক্ষণ আটকে থেকে ত্যক্ত-বিরক্ত আর গরমে নাকাল নগরবাসী। যানজটে পড়ে থাকলে, ব্যক্তির কর্মদক্ষতা ও কর্মস্পৃহা নষ্ট হয়ে যায় বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এদিকে, যানজট কমাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে বলে জানান সিটি মেয়র।
বিভাগীয় রংপুর শহরের সঙ্গে ৭টি জেলার যোগাযোগে সকাল থেকেই প্রাণ চাঞ্চল্য হয়ে ওঠে এই মহানগরী। নানান কারণে প্রতিদিন যানজটে বেশি বিপাকে পড়েন অফিসগামী ও শিক্ষার্থীরা
বিশেষজ্ঞ চিকিৎসকের দাবি, যানজটের কারণে মানসিক অশান্তি তৈরি হয়, যার প্রভাব পড়ে পরিবারসহ বিভিন্ন সামাজিক সম্পর্কে। কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয় ফায়ার সার্ভিসকে।
সিটি কর্পোরেশনের মেয়র এসএটিভিকে বলেন, বিগত পরিষদের সিদ্ধান্ত মেনে অপরিকল্পিতভাবে সড়ক নির্মাণের ফলে প্রতিদিন যানযটে পড়ছেন নগরবাসী। তবে বাইপাস সড়ক এবং গুরুত্বপূর্ণ স্থানে দুটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে।
যানজটের প্রকোপ কমাতে আধুনিক ট্রাফিক ব্যবস্থা করার দাবি নগরবাসীর। যত্রতত্র গাড়ি পার্কিংককে দুষছে ট্রাফিক।
দ্রুত যানজট নিরসনের দাবি নগরবাসীর।