অসহায় গরীবদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস
- আপডেট সময় : ০২:১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
মহামারীর মধ্যে অসহায় গরীবদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। বড়দিনের প্রথম প্রহরে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় অন্তত একশ সহযোগী নিয়ে বড়দিনের জন্য প্রার্থনা করেন পোপ ফ্রান্সিস।
পোপ বাদে সবাইকেই মাস্ক পরে এতে অংশ নিতে দেখা যায়। কারফিউয়ের কারণে দুই ঘণ্টা আগেই শুরু হয় এবারের প্রার্থনা। পোপ ফ্রান্সিস জর্জ মারিও বেরগোগলিও বলেন, অসহায়দের সাহায্য করলে আমরা ঈশ্বরের প্রতি ভালোবাসা দেখাই। এটা বোঝাতে দারিদ্র ও প্রয়োজনের সময় তিনি আমাদের মাঝে এসেছিলেন। করোনা মহামারির মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে খ্রিষ্ট ধর্ম অনুসারীদের বড় উৎসব বড়দিন। মহামারির কারণে এবার সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে পালিত হয় প্রথম প্রহরের প্রার্থনা। পশ্চিমতীরে যিশু খ্রিষ্টের জন্মের শহর বেথেলহেমেও সীমিত আকারে বড়দিনের প্রার্থনা করা হয়েছে। বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।মিশরের কায়রোতেও ক্যাথলিক কমিনিউটির স্বল্প সংখ্যক সদস্য প্রার্থনায় যোগ দেন। করোনার কারণে বড়দিন ও নতুন বছরের উদযাপন বাতিল করলেও বিধিনিষেধ মেনে সবার জন্য গির্জা খোলা রেখেছে মিশর।