অসাধু চক্রের কারসাজীতে অস্থির পুঁজিবাজার
- আপডেট সময় : ০৯:৩০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
টাকা ছাড়াই শেয়ার বেচা-কেনা করছে ব্রোকারেজ হাউস ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোম্পানি। যদিও, নিয়ম অনুযায়ী শেয়ার কেনার আগে নগদ টাকা বা চেক জমা করতে হয় গ্রাহকের বিও একাউন্টে। কিন্তু, এই নিয়ম না মেনেই বছরজুড়ে হরহামেশা শেয়ার কেনা-বেচা করছে অনেক প্রতিষ্ঠান। এমন অনিয়মের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এসএটিভির অনুসন্ধানে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলছে দোষীদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
প্রায় এক দশক পর নানান অস্থিরতা এবং অনিশ্চয়তা কাটিয়ে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন– বিএসইসি’র দীর্ঘ চেষ্টার পর, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে।
কিন্তু, কিছু অসাধু চক্রের কারসাজীতে প্রায়ই অস্থিরতা দেখা দেয় পুঁজিবাজারে। সাধারণ বিনিয়োগকারীরা ঝুঁকি নিয়ে কষ্টার্জিত টাকা বিনিয়োগ করে। অথচ, টাকা ছাড়াই শেয়ার কেনা-বেচা করছে ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোম্পানির একটি শাখা।
এসএটিভির অনুসন্ধানে দেখা যায়, মতিঝিলের মডার্ন ম্যানশনে প্রতিষ্ঠানটির একটি শাখায় অরুণাদর ঘোষের অধীনে পরিচালিত একটি বিও একাউন্টে, গত বছরের ডিসেম্বর থেকে কোনো টাকা জমা না করেই শেয়ার কেনা-বেচা করছে। যদিও বিষয়টি অস্বীকার করেন তিনি।
তবে, একাউন্টের হিসাব বিবরণী থেকে এর সত্যতা পাওয়া যায়। এবিষয়ে বিও একাউন্টের মালিক বলেন, টাকা ছাড়া লেনদেন সম্পর্কে তিনি কিছুই জানতেন না।
এদিকে, অনিয়মের কথা স্বীকার করেন ইউনাইটেড ফাইনান্সিয়াল ট্রেডিং এর ডিএমডি মোহাম্মদ মাহমুদ হিমেল। ক্যামেরার সামনে কথা না বললেও অরুণাদরের বেশ কয়েকটি একাউন্টের লেনদেন সন্দেহজনক বলে জানান তিনি।
এবিষয়ে জানতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে যায় এসএটিভি টিম। এসময় ব্যবস্থাপনা পরিচালক আবদুল আওয়ালের সাথে দেখা করতে চাইলে, এসএটিভি টিমের উপর চড়াও হন কর্মকর্তারা।
পরে, মুঠোফোনে আবদুল আওয়াল নিজেকে একটি এফএম রেডিওর মালিক দাবি করে, এক’শ কোটি টাকার মানহানি মামলার হুমকি দেন।
নিজেদের অপরাধ ঢাকতে বিভিন্নভাবে প্রস্তাব দেয় আরেক ব্রোকারিজ হাউস এনবিএল সিকিউরিটিজ এর সিইও।
এবিষয়ে বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রোবায়েত উল ইসলাম জানান, এরকম অনিয়মের সুযোগ নেই। অনিয়ম করলে অবশ্যই শাস্তি পেতে হবে বলে জানান তিনি।
গুজবে কান না দিয়ে বুঝে-শুনে বিনিয়োগ করার আহবানও জানান তিনি।