অসাধু ব্যবসায়ীদের জন্য এফবিসিসিআই আর কোনো সুপারিশ করবে না : মাহবুবুল আলম
- আপডেট সময় : ০৭:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৫৭১ বার পড়া হয়েছে
অসাধু ব্যবসায়ীদের জন্য এফবিসিসিআই আর কোন সুপারিশ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, সৎ ব্যবসায়ীদের পাশে থাকবে ফেডারেশন ও চেম্বারগুলো। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন তিনি। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, সুশাসনের ঘাটতি থাকায় বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে আসছে না।
খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি যেনো স্বাভাবিক ঘটনা। আয়ের সঙ্গে ব্যয়ের হিসেব মেলাতে হিমসিন খাচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত।
এমন পরিস্থিতিতে রাজধানীর এফডিসিতে খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধির কারন নিয়ে ছায়া সংসদ বিতর্কে অংশ নেয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা সরকারি কলেজের বিতার্কিকরা।
সভাপতি বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন বলেন, অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাপনার কারনে পণ্যের দাম বাড়ে। ব্যবসায়ীদের দর নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বৈশিক প্রেক্ষাপটে খাদ্যে দ্রব্যের দাম বাড়ার প্রধান কারন।
প্রধান অতিথি এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, অসৎ ব্যবসায়ীদের জন্য ফেডারেশন ও চেম্বার কোনো এডভোকেসি করবে না।
ছায়া সংসদ শীর্ষক বিতর্কে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী কুমিল্লা সরকারি কলেজের বির্তাকিকরা