অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সবাই পাবে সমান সুযোগ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১৫২০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সকলেই সমান সুযোগ নিয়ে চলবে। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহান বিজয় দিবসের আলোচনা সভায় ভার্চুয়াল বক্তব্যে ভাস্কর্য বিতর্ক প্রসঙ্গে এ কথা বলেন তিনি। এ সময় ২০২১ সালের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতেই আলোচনায় অংশ নেন দলের প্রেসিডিয়াম ও সম্পাদকমন্ডলীসহ কেন্দ্রীয় নেতারা।
পরে সভাপতির বক্তব্যের মহান মুক্তিযুদ্ধসহ ‘৭৫ পরবর্তী নিহত শহীদদের স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় দেশের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার।
যে কোন পরিস্থিতি সহনশীলতার মধ্য দিয়ে মোকাবিলার করার আহবান জানিয়ে চলমান ভাস্কর্য বিতর্ক প্রসঙ্গেও কথা বলেন সরকার প্রধান।
এছাড়া সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে দ্রুত সময়ের মধ্যেই করোনার ভ্যাকসিন পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।