অস্কারসহ একাডেমির অন্যান্য অনুষ্ঠান থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ উইল স্মিথ

- আপডেট সময় : ০৮:২৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
অস্কার মঞ্চে কৌতুকাভিনেতা ক্রিস রককে চড় মারার দায়ে ১০ বছরের জন্য অস্কারসহ একাডেমির অন্যান্য অনুষ্ঠান থেকে নিষিদ্ধ করা হলো অভিনেতা উইল স্মিথকে। আজ এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এর আগে, শুক্রবার স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বৈঠকে বসে ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স’ অস্কার পুরস্কারের আয়োজকরা।
ওই বৈঠকেই স্মিথকে এ শাস্তি দেয়া হয়। যদিও স্মিথ তার আচরণের জন্য আগেই ক্ষমা চেয়ে অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, মঞ্চে উপস্থাপককে থাপ্পড় মারার ঘটনায় হলিউড অভিনেতা উইল স্মিথকে অস্কার গালা এবং অন্যান্য একাডেমি ইভেন্ট থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গত ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত অস্কারের ৯৪তম আসরে উপস্থিত অতিথিদের নিয়ে ঠাট্টা করার এক পর্যায়ে স্মিথের স্ত্রীকে জড়িয়েও রসিকতা করেন সঞ্চালক ক্রিস রক। এ রসিকতায় তীব্র রেগে যান উইল স্মিথ। মঞ্চে উঠে ক্রিসকে চড় মারেন তিনি।