অস্কারে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন ক্লোয়ে ঝাও
- আপডেট সময় : ০৮:৩৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
অস্কারের ইতিহাসে দ্বিতীয় নারী হিসেবে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন ক্লোয়ে ঝাও।
‘নোম্যাডল্যান্ড’ ছবির জন্য অস্কার পেয়েছেন তিনি। এবারই প্রথম অস্কারে কোনও প্রথম এশীয়-আমেরিকান সেরা পরিচালকের পুরস্কার পেলেন। সেরা পরিচালক হিসেবে বাফটা ও গোল্ডেন গ্লোব জেতার পর এবার অস্কারেও জয়ের মুখ দেখলেন তিনি। অস্কারজয়ী চলচ্চিত্র ‘নোম্যাডল্যান্ড’-এর প্রেক্ষাপট ২০১১ সালের। ছবিটিতে একজন নারীর চোখে জীবনের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে।দক্ষিণ কোরিয়ার সিউল থেকে ভার্চুয়ালি ক্লোয়ের নাম ঘোষণা করেন গত বছরের সেরা পরিচালকের পুরস্কারজয়ী বং জুন হো। ‘জুডাস’ ও ‘ব্ল্যাক মেসিয়াহ’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন ড্যানিয়েলে ক্যালুয়া ।বেস্ট লাইভ অ্যাকশন শর্টফিল্ম এর পুরস্কার গেছে ‘টু ডিসটেন্ট স্ট্রেঞ্জারস’ এর ঝুলিতে। ‘সোল’ জিতেছে বেস্ট অ্যানিমেটেড ফিচার ছবির পুরস্কার। এ বছর করোনার জন্য ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে অস্কার।