অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট হয়েছে বন্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ডুবে গেছে সেখানকার রাস্তা-ঘাট, বাড়ি ঘর। সেখানকার বাসিন্দারা সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখেন পানি তাদের বাসার সামনে চলে এসেছে। এরপর ঘর বাড়ি ডুবে যেতে থাকে।
ভারী বৃষ্টিপাত এবং সৃষ্ট বন্যার উত্তর-দক্ষিণ কুইন্সল্যান্ডে আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। বাড়ি-ঘর ডুবে যাওয়ায় অনেক বাসার ছাদে আশ্রয় নিয়েছে। সেখানকার নদীর পানি স্বাভাবিক অবস্থার চেয়ে ১৪ মিটার বেড়ে গেছে। এদিকে উদ্ধারকর্মীরা বন্যায় ডুবে যাওয়া বাসিন্দারের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। এ কাজে যোগ দিয়েছেন ৫০০ উদ্ধারকর্মী।