অস্ত্র মামলায় জি কে শামীম ও তার ৭ দেহরক্ষীর যাবাজ্জীবন কারাদন্ড
- আপডেট সময় : ০১:৫২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
কথিত যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তার সাত দেহরক্ষীকেও যাবজ্জীবন দেওয়া হয়। রাজধানীর গুলশান থানায় করা অস্ত্র আইনের মামলায় এই দণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সব আসামির লাইসেন্স করা অস্ত্র রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দিয়েছে আদালত।
দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে, কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয় জি কে শামীমসহ সব আসামীকে।
যাবজ্জীবন কারাদন্ড পাওয়া অন্য আসামিরা হলেন জি কে শামীমের দেহরক্ষী মো. জাহিদুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন ও মো. মুরাদ হোসেন।
এর আগে ২৮ আগস্ট মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে বিচারক রায় ঘোষণার তারিখ ঠিক করেছিলেন।
রায়ে রাষ্ট্র পক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালেত আপিল করার কথা বলেছেন আসামী পক্ষের আইনজীবীরা।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর গুলশানের নিজ কার্যালয়ে সাত দেহরক্ষীসহ গ্রেফতার হন জি কে শামীম।