অস্থিরতা কাটিয়ে আবার পুরোদমে উৎপাদন শুরু গাজীপুরের তৈরি পোশাক কারখানায়
- আপডেট সময় : ০১:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- / ১৬১২ বার পড়া হয়েছে
গেল এক মাসের অস্থিরতা কাটিয়ে আবার পুরোদমে উৎপাদন শুরু হয়েছে গাজীপুরে তৈরি পোশাক কারখানায়। সকাল থেকে স্বাভাবিকভাবেই চলছে সব কারখানা। নিরাপত্তায় কাজ শুরু করেছে সেনাবাহিনীর সমন্বিত টাস্কফোর্স। কারখানা মালিক ও বিজিএমইএ নেতারা বলছেন, কারখানার নিরাপত্তা নিশ্চিত হলে পোশাক খাতকে এক নম্বর অবস্থানে এগিয়ে নিতে চান তারা।
শিল্প অধ্যূষিত গাজীপুরে তৈরি পোশাক সহ বিভিন্ন কারখানায় চলছে উৎপাদন, বিভিন্ন ইউনিটে কাজ করছেন শ্রমিকরা। কারফিউসহ নানা আন্দোলন সংগ্রামে উৎপাদন বিঘ্নিত হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সার্বিক নিরাপত্তায় শনিবার থেকে কাজ শুরু করেছে সেনাবাহিনীর সমন্বিত টাস্কফোর্স। সেনাবাহিনীর কর্ণেল আবু মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স গাজীপুর, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তায় কাজ করছে। কারখানা মালিকরা জানান , গাজীপুরসহ অন্যান্য শিল্প এলাকায় শতভাগ কারখানা চালু করা হয়েছে। এতে শ্রমিকদের উপস্থিতি প্রায় শতভাগ। শিল্প-কারখানার নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর টাস্কফোর্স সেল গঠন করা হয়েছে। সেনা সদস্যদের ব্যাপক টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কারখানা মালিকরা বলেছেন, মালিক ও শ্রমিক ভাইয়েররা দেশের জন্য কাজ করছে। নতুন সরকারের সহায়তায় পোশাক রপ্তানি বাড়বে বলে আশা করেন তারা। শিল্প পুলিশের দেয়া হিসেবে, গাজীপুরে ২ হাজারের বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। এতে কাজ করছে অন্তত ২২ লাখ শ্রমিক।