অস্বাভাবিক দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ময়মনসিংহের স্বর্ণ ব্যবসায়ীরা
- আপডেট সময় : ১২:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
- / ১৭৭৬ বার পড়া হয়েছে
অস্বাভাবিক দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ময়মনসিংহের স্বর্ণ ব্যবসায়ীরা। স্বর্ণের ভরি লাখ টাকা ছাড়িয়ে যাওয়ায় বেচাবিক্রি নেই বললেই চলে। ফলে দোকানের খরচ চালাতে হিমশিম অবস্থা ব্যবসায়ীদের। এদিকে..স্বর্ণালংকারের কারিগররাও ঠিকমত মজুরি না পেয়ে দিন কাটাচ্ছেন অভাব অনটনে।
ময়মনসিংহ নগরীর জুয়েলার্স পল্লীতে এখন শুনশান নীরবতা। দোকনগুলোতে নেই ক্রেতাদের পদচারণা। ক্রেতা না পেয়ে দোকানে বসে অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা। শুধুমাত্র নগরেই নয়, এই চিত্র পুরো জেলা জুড়ে। কয়েকদিন পরপর অস্বাভাবিক দাম বৃদ্ধিতে স্বর্ণের অলংকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন গ্রাহকরা। বাজার নিয়ন্ত্রণে না থাকায় ব্যবসা হারিয়ে বিপাকে পড়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
এদিকে, হাতে কাজ না থাকায় শুয়ে বসে সময় কাটছে স্বর্ণালঙ্কার তৈরির কারিগরদের। তার উপর মজুরি কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম অবস্থা তাদের।
ক্রমাগত দাম বৃদ্ধির ফলে গ্রাহকদের কাছে সোনার অলংকার এখন বিলাসিতা না হয়ে স্বপ্নে পরিণত হয়েছে।
স্বর্ণ আমদানিতে শুল্ক কমিয়ে বাজার নিয়ন্ত্রণে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, জেলা জুয়েলারি সমিতির এই নেতা।
ময়মনসিংহে জুয়েলারি ব্যবসায়ী রয়েছেন হাজারেরও বেশি। প্রাচীন ও ঐতিহ্যবাহী এই ব্যবসা টিকিয়ে রাখতে কার্যকর উদ্যোগ নেবে সরকার; এমনটাই প্রত্যাশা সকলের।