অ্যান্টিগা টেস্টে দারুণ বোলিংয়ে লড়াইয়ে ফিরলো বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
অ্যান্টিগা টেস্টে দারুণ বোলিংয়ে লড়াইয়ে ফিরলো বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১১২ রানে পিছিয়ে টাইগাররা।
৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। ব্রেথওয়াইট ৪২ এবং বোনার ১২ রানে অপরাজিত থেকে শুরু করে দ্বিতীয় দিনের খেলা। শুরু থেকেই স্বাছন্দে খেলতে থাকে এই দুই ব্যাটার। তবে, দুজনের ৬২ রানের জুটি ভাঙ্গে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ৩৩ রানে বোনারকে বোল্ড করে সাজঘরে ফেরান সাকিব। চতুর্থ উইকেটে ব্লাকউডকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন ব্রেথওয়াইট। এরপর ৬৮ রানে ওয়েস্ট ইন্ডিজের শেষ ৭ উইকেট তুলে নিলেন মিরাজ-এবাতদরা। ফলে ২৬৫ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। তাদের লিড দাঁড়ায় ১৬২ রানের। জবাবে ব্যাট করতে নেমে ৫০ রানে দুই উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।