আইএমএফের ডিএমডি শনিবার ঢাকা আসছেন
- আপডেট সময় : ০৫:১৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
- / ১৬৫২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অর্থ তহবিল-আইএমএফ’এর উপব্যবস্থাপনা পরিচালক, অ্যান্ত-ই- নেত এম সায়েহ ঢাকায় আসছেন শনিবার। সফরের মূল উদ্দেশ বাংলাদেশের অর্থনৈতিক মন্দা মোকাবিলায় ৪৫০ কোটি ডলারের ঋণ দেয়ার বিষয়ে আলোচনা চূড়ান্ত করা। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক গভর্নরসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
এসব বৈঠকে আইএমএফ’এর দেয়া শর্ত বাস্তবায়নের বিষয়ে সরকারের সুনির্দিষ্ট অঙ্গীকার চাইবেন তিনি। আলোচনা পর আইএমএফ’এর সদর দপ্তরে প্রতিবেদন দাখিল করবেন তিনি। এর ভিত্তিতেই বাংলাদেশকে ঋণ দেয়ার বিষয়টি চূড়ান্ত হবে। জানা গেছে ইতোমধ্যে আইএমএফ-এর সঙ্গে ঋণের বিষয়ে সরকারের একটি নীতিগত সমঝোতা হয়েছে। এখন বাকি আনুষ্ঠানিকতা। কিছু শর্ত ইতোমধ্যেই সরকার বাস্তবায়ন করেছে। কিছু শর্ত বাস্তবায়নের জন্য সময় চাইবে। এর মধ্যে নিট রিজার্ভের হিসাব প্রকাশ এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানোর মতো আরও কিছু বিষয় রয়েছে। শর্ত বাস্তবায়নে সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে ২২ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করার হয়েছে। তারা আইএমএফ’এর শর্ত বাস্তবায়নের বিষয়টি মনিটর করবে।