আইজিপির নাম, পদবী ও ছবি ব্যবহার করে প্রতারণা করে আসা এক ব্যক্তিকে গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:৫৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
আইজিপির নাম, পদবী ও ছবি ব্যবহার করে প্রতারণা করে আসা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি ঈমাম হোসেন সাংবাদিকদের জানান, আরিফ মাইনুদ্দিন নামের এই প্রতারক রাজধানীর জিগাতলা এলাকায়বিশেষ প্রযুক্তির মাধ্যমে এ প্রতারণা করে আসছিল। তিনি জানান এর সাথে অন্য কেউ জড়িত আছে কি না তাও ক্ষতিয়ে দেখছে সিইডি।
পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ নামে ডিমেইল-হোয়াসঅ্যাপ খুলে প্রতারণা করে আসছিল একটি চক্র। তারা আইজিপি ছবি, নাম পদবী ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দপ্তর, বাণিজ্যিক ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তাদের ফোন করে বিভিন্নজনকে চাকুরী দেয়ার নাম করে অর্থ হাতিয়ে নিতো।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে চক্রের প্রধান হোতা আরিফ মাঈনুদ্দিনকে রাজধানীর হাজারিবাগ এলাকা থেকে আটক করে সিআইডি। আটককৃত আরিফ রাজধানীর বেসরকারি কুইন্স ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্সে মাস্টার ডিগ্রীধারী। সকালে সিআইডি সদরদপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি ঈমাম হোসেন।
সংবাদ সম্মেলনে সিআইডির এই কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পদবী ব্যবহার করে আর কোন অপরাধ করেছে কি না তা তদন্ত করা হচ্ছে। এর সাথে আর কেউ জড়িত আছে কিনা তাও ক্ষতিয়ে দেখবে সিআইডি।