আইনজীবীকে লক আপে আটকে রাখার প্রতিবাদে বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
একজন আইনজীবীকে আসামির লক আপে দুই ঘণ্টা আটকে রাখার প্রতিবাদে ঢাকার একজন অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অপসারণ চেয়ে বিক্ষোভ করছেন আইনজীবীরা।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে একদল বিক্ষুব্ধ আইনজীবী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের এজলাস কক্ষ থেকে সবাইকে বের করে তালা দিয়ে দেন। এসময় বিক্ষুব্ধ আইনজীবীরা বলেন, আইনজীবীরাই ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালতকে সহায়তা করেন, অথচ শুনানির বদলে যদি কোন বিচারক আইনজীবী কে লক আপে আটকে রাখেন, তার কাছ থেকে কোন ভাবেই ন্যায বিচার প্রত্যাশা করা যায় না এবং বিচারকের পদেও তার থাকার কোন নৈতিক ভিত্তি থাকেনা। এদিকে, আইনজীবী রুবেল আহমেদ ভূঞার অভিযোগ মঙ্গলবার কোর্ট বিলম্বের উঠায় তিনি অসন্তোষ প্রকাশ করলে, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে তাকে লক আপে আটকে রাখা হয়।