আইন ও সালিশ কেন্দ্রে রাজউকের ভ্রাম্যমান আদালত সঠিকভাবে পরিচালিত হয়নি
- আপডেট সময় : ১০:২২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
আইন ও সালিশ কেন্দ্রে রাজউকের ভ্রাম্যমান আদালত সঠিকভাবে পরিচালিত হয়নি বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক শিপা হাফিজা।
বিকেলে ঢাকার মোহাম্মদপুরে আইন ও সালিশ কেন্দ্রের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। আইন ও সালিশ কেন্দ্রের মতো মানবাধিকার প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করায় শঙ্কার কথা জানান প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক। এসময় ভ্রাম্যমান আদালত সম্পর্কে পরিপূর্ণ ধারণা না থাকলে যেকোন মুহুর্তে অন্যায়কে সহায়তা করার আশঙ্কা প্রকাশ করেন শিপা হাফিজা। গতকাল রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত আইন ও সালিশ কেন্দ্রকে দুই লাখ টাকা জরিমানা ও দু’মাসের মধ্যে ভবন ছেড়ে দেয়ার নির্দেশ দেয়। এ রায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানান প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক তাহমিনা রহমান। এছাড়া ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় আইন ও সালিশ কেন্দ্রের কর্তকর্তাদের অবরুদ্ধের পাশাপাশি রায়ের কপি না দিয়ে তাদের কাছ থেকে জরিমানা আদায়ের অভিযোগ করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক শিপা হাফিজা।