আইন নিজের হাতে তুলে না নিয়ে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে ছাত্রছাত্রীদের প্রতি নির্দেশ
- আপডেট সময় : ০১:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
আইন নিজের হাতে তুলে না নিয়ে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে ছাত্রছাত্রীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং ধানমন্ডি-২৭ নম্বরে জয়িতা টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এসময় নারী ও শিশুদের কল্যাণে বঙ্গবন্ধু এবং সরকারের উদ্যোগ উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিশু একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং ধানমন্ডি-২৭ নম্বরে জয়িতা টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণভবন থেকে বুধবার সকালে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন শেষে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ নিয়ে। শেখ হাসিনা বলেন, ‘দেশের নারীদের সমাজে প্রতিষ্ঠা এবং সম-অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ।’
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বলেন, রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা শিক্ষার্থীদের কাজ নয়। দোষীরা অবশ্যই শাস্তি পাবে। রাস্তাঘাটে চলাচল করতে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি করোনার নতুন ঢেউ সম্পর্কে সবাইকে সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।