আইন নয়, জনসচেতনাই নিরাপদ সড়ক বাস্তবায়নে জরুরি :বিআরটিএ চেয়ারম্যান
- আপডেট সময় : ০২:৩৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
শুধু আইনের বাস্তবায়ন নয়, জনসচেতনতাই পারে সড়ক নিরাপদ করতে। বলেছেন বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
ঢাকার বনানী কার্যালয়ে নিরাপদ সড়ক দিবসের পূর্ব-প্রস্তুতির ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দেশের মোট জনসংখ্যা অনুসারে নিরাপদ সড়ক বাস্তবায়নে বিআরটিএর জনবল সংকট রয়েছে বলেও জানান নূর মোহাম্মদ মজুমদার।
নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দেয়া ৬ দফা সুপারিশ বাস্তবায়িত করতে সবাই কাজ করে যাচ্ছেন বলে জানান বিআরটিএর চেয়ারম্যান।
আগামীকালের নিরাপদ সড়ক দিবস বর্জন করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ২০১৮ সালের সড়ক পরিবহন আইন কার্যকর না হওয়ায় এ সিদ্ধান্ত সংগঠনের। তারা দ্রুত এই আইন বাস্তবায়নের দাবি জানান।
জাতীয় নিরাপদ সড়ক দিবসের আগে সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান। তিনি বলেন, যে কোন সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে ৩ লাখ টাকা ও নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা দিতে হবে।
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের এই আয়োজনে তিনি আরো জানান, সড়কে আইনের কঠোর প্রয়োগই দুর্ঘটনা কমাতে পারবে।