আইন পাস করে কোটা সংস্কার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
- আপডেট সময় : ১০:৪৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
- / ১৮১৭ বার পড়া হয়েছে
সংসদে আইন পাস করে কোটা সংস্কার না করা পর্যন্ত আন্দোলন ও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া তাদের বিরুদ্ধে পুলিশের মামলা তুলে নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা।
শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আবু বকর মজুমদার বলেন, কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে কোনো আশ্বাস পাওয়া যায় নি। যতদিন কোটার সংস্কার করে সংসদে আইন পাস না হবে, ততদিন আন্দোলন ও কর্মসূচি চলবে। আজ থেকে ক্লাস ধর্মঘটের পাশাপাশি গণপদযাত্রার করে রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি জমা দেয়া হবে। বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়সহ ঢাকার আশপাশের সব বিশ্ববিদ্যালয় এ গণপদযাত্রায় অংশ নেবে। স্মারক লিপিতে উল্লেখ থাকবে, সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সব চাকরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করা।