আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
- আপডেট সময় : ০৯:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় জীবন দিয়ে হলেও অধিকার রক্ষার আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তিনি। আর আগামী ২৮ ডিসেম্বর এই আইনের বিরুদ্ধে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে অবস্থান নিয়ে বিক্ষোভের ঘোষণা দেন মমতা বন্দ্যোপাধ্যায় । কেউ ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করলে, দাঙ্গা বাধানোর চেষ্টা করলে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি । এদিকে, ভারতে কোন ডিটেনশন ক্যাম্প নেই বলে প্রধানমন্ত্রী মোদি’র বক্তব্য মিথ্যা বলে দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, আরএসএস-এর প্রধানমন্ত্রী মোদি বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়েও অনেক মিথ্যা কথা বলছেন।