আইন ভেঙে দখলদারদের সড়ক ভাড়া দিচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন
- আপডেট সময় : ০২:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
আইন ভেঙে দখলদারদের সড়ক ভাড়া দিচ্ছে রাজশাহী সিটি ক র্পোরেশন। নির্মাণ সামগ্রী রাখা বা অন্য কোনো প্রয়োজনে এখন সড়ক ভাড়া পাওয়া যাচ্ছে এই মহানগরীতে। তবে বিশ্লেষকরা বলছেন, সিটি কর্পোরেশনের এ ধরনের কর্মকাণ্ডের আইনী ভিত্তি নেই। এভাবে অর্থ আদায় এক ধরনের দুর্নীতি ও চাঁদাবাজি। তবে কর্তৃপক্ষের দাবি, অবৈধভাবে সড়ক দখল করে রাখাকে নিরুৎসাহিত করতেই ভাড়া পদ্ধতি চালু করা হয়েছে। যা এক ধরনের জরিমানার শামিল।
সড়কজুড়ে যেখানে-সেখানে নির্মাণ সামগ্রী ফেলে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টির ঘটনা বহু পুরনো। তার ওপর নগরে মানুষ বাড়ায় সাম্প্রতিক বছরগুলোতে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বহুতল ভবন নির্মাণের রেকর্ড ছাড়িয়েছে। এতে সড়ক দখল করে নির্মাণ সামগ্রী ফেলে রাখার প্রবণতাও বেড়েছে। ফলে যানবাহন ও নাগরিকদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। যা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সিটি কর্পোরেশন। তাই আইনকে পাশ কাটিয়ে নতুন সমাধান বের করেছে নগর কর্তৃপক্ষ।
সিটি কর্পোরেশনের বের করা নিয়ম অনুযায়ী, প্রতি বর্গফুটের জন্য প্রতিদিন তিন টাকা হারে ভাড়া দিলেই সড়ক দখলের অনুমতি মিলবে। এমন মৃদু ভাড়া পদ্ধতি চালু করায় ডেভেলপার কোম্পানিগুলো বেপরোয়া সুযোগ নিচ্ছে বলে জানান, খোদ সিটি কর্পোরেশনেরই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এদিকে বিশ্লেষকরা বলছেন, সড়ক দখল করে চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে আইন আছে। কিন্তু সে পথে না গিয়ে সিটি কর্পোরেশন সহনীয় ভাড়া পদ্ধতি চালু করে অবৈধ দখলদারদের অন্যায়েরই চমৎকার বৈধতা দিচ্ছে।
সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ জানিয়েছে, এমন ভাড়া দিয়ে কোনো সড়কের একশ’ বর্গফুট পর্যন্ত জায়গা দেড় মাস নিজের দখলে রাখা যাবে। এ পর্যন্ত বিভিন্ন সড়ক ভাড়া দিয়ে তারা আদায় করেছে আট লাখ টাকা।