আইন, শাসন ও বিচার বিভাগের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্কই দেশে গণতন্ত্রকে বিকশিত করে
- আপডেট সময় : ০১:৪৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
আইন, শাসন ও বিচার বিভাগের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্কই দেশে গণতন্ত্রকে বিকশিত করে, বললেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, মামলাজট নিরসনে পর্যায়ক্রমে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং নিম্ন আদালতের বিচারক সংখ্যা দ্বিগুণ করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং সুপ্রিম কোর্ট বারের আওয়ামী প্যানেল থেকে নির্বাচিত সহসভাপতি মুহাম্মদ শফিক উল্লা। রীতি অনুযায়ী, শেষ কর্মদিবসে প্রধান বিচারপতিকে বিদায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এদিকে, আপিল বিভাগের এজলাস কক্ষে আয়োজিত অনুষ্ঠান বর্জন করেছে আইনজীবী সমিতির বিএনপিপন্থি অংশ। অবমূল্যায়নের অভিযোগ এনে তারা অনুষ্ঠানে যোগ দেননি।