আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অপরাধের অভিযোগের তদন্তে স্বাধীন কমিশন কেন নয়
- আপডেট সময় : ০৯:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলে, সেটি তদন্তে স্বাধীন কমিশন কেন নয়- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। স্বাধীন তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের প্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ।
আইন মন্ত্রণালয়ের দুই সচিব, স্বরাষ্ট্র সচিব ও পুলিশ মহাপরিদর্শককে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ‘স্বাধীন পুলিশ অভিযোগ তদন্ত কমিশন’ গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়। সুপ্রিমকোর্টের শতাধিক আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন। ‘স্বাধীন পুলিশ অভিযোগ তদন্ত কমিশন’ গঠন করতে বিবাদীদের গত বছর ১০ সেপ্টেম্বর উকিল নোটিশ পাঠানো হয়। কিন্তু তাদের কাছ থেকে সাড়া না পেয়ে রিট আবেদন করা হয়। রিটে ২০১৭ সালের জানুয়ারি থেকে গত বছর ডিসেম্বর পর্যন্ত ‘পুলিশ সদস্যদের মাধ্যমে সংঘটিত অপরাধ ও অসদাচরণের’ ৫৮৯টি অভিযোগ তুলে ধরা হয়।