আইপিএলের ১৩তম আসরে এসে প্রথমবারের মতো ফাইনালে দিল্লি ক্যাপিটালস
- আপডেট সময় : ০২:১৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
আইপিএলের ১৩তম আসরে এসে প্রথমবারের মতো ফাইনালে দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে প্রথমবার শিরোপার মঞ্চে শেয়াশ আইয়ারের দল।
আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে দারুন শুরু করে দিল্লি। উদ্বোধনী জুটিতে মার্কাস স্টয়নিস ও শিখর ধাওয়ান যোগ করেন ৮৬ রান। স্টয়নিস ৩৮ আর দূরন্ত ফর্মে থাকা শিখর আউট হোন ৭৮ করে। শেষদিকে শেষের দিকে শিমরন হেটমায়ারের ৪২ রানের ক্যামিওতে ৩ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে দিল্লি। জবাবে দলীয় ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে হায়দরাবাদ। স্টয়নিসের বলে আউট হওয়ার আগে উইলিয়ামসনের ৬৭ রানে জয়ের আশা দেখে হায়দরাবাদ। কিন্তু শেষ রক্ষা হয়নি ১৯তম ওভারে তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিল্লির জয়ের নায়ক কাগিসো রাবাদা। চার উইকেট নেন এই প্রোটিয়া পেসার। তাতে ৮ উইকেটে ১৭২ রানে থামে হায়দরাবাদের ইনিংস। মঙ্গলবার ফাইনালে মুখোমুখি দিল্লি-মুম্বাই।