আইপিএলে আজ রয়েছে দুই ম্যাচ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ–আইপিএলে আজ রয়েছে দুই ম্যাচ। দিনের প্রথম ম্যাচে বিকেল ৪টায় গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।
রাত ৮টায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। টানা তিন ম্যাচে হেরে মাঠের লড়াইয়ে ধুকছে কলকাতা। সাত ম্যাচ খেলে মাত্র ৩টায় জিতেছে শ্রেয়াস আইয়ারের দল। পরের রাউন্ডে যাওয়ার সমীকরণে গুজরাটের বিপক্ষে ম্যাচ গুরুত্বপূর্ন কেকেআরের জন্য। এদিকে, টানা চার জয়ে উড়ছে সানরাইজার্স হায়দরাবাদ। এবার ব্যাঙ্গালুরুকে হারালে পয়েন্ট টেবিলের চারে উঠে আসার সুযোগ থাকছে দলটির। ৬ ম্যাচে ৮ পয়েন্ট হায়দরাবাদের। এক ম্যাচ বেশি খেলা ব্যাঙ্গালুরু আছে তালিকার তিনে, ১০ পয়েন্ট নিয়ে। সমান পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে গুজরাট টাইটান্স।