আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলে দিনের একমাত্র ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
এবারের আসরে ৭টি করে ম্যাচ খেলেছে দু’দল। ৩ জয় আর ৪ হারে পয়েন্ট টেবিলের আটে পাঞ্জাব। আর মাত্র দুই ম্যাচ জিতে টেবিলের নবম স্থানে চেন্নাই। শেষ দুই ম্যাচে হেরে কিছুটা চাপে পাঞ্জাব। শেষ ম্যাচে দিল্লী ক্যাপিটালসের কাছে ৯ উইকেটে হেরেছে শিখর ধাওয়ানের দল। এই ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে চায় তারা। এদিকে টুর্নামেন্টের শুরুটা ভাল না হলেও শেষ ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ৩ উইকেটের জয় আত্নবিশ্বাস যোগাবে চেন্নাইকে।