আইপিএলে রাতে মাঠে নামবে মুস্তাফিজের দিল্লী ক্যাপিটালস ও রাজেস্থান রয়েলস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
আইপিএলে দিনের একমাত্র ম্যাচে রাতে মাঠে নামবে মুস্তাফিজের দিল্লী ক্যাপিটালস ও রাজেস্থান রয়েলস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
ম্যাচটিও পুনের এমসিএ স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লি শিবিরে করোনা সংক্রমণের কারনে ম্যাচটি মুম্বইয়ে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তিনে রয়েছে সঞ্জু স্যামসনের দল। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে দিল্লি ক্যাপিটালস। পরিসংখানে সমান সমান দু-দল। টুর্নামেন্টে মোট ২৪ দেখায় ১২ টি করে জয় পেয়েছে দু-দলই। এ ম্যচে যুবেন্দ্র চাহাল ও জশ বাটলারের উপর ভরসা রাখছে রাজেস্থান। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১৭টি উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারি চাহাল। আর ৩৭৫ রান নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী বাটলার।