আইন অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর কোনো সুযোগ নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১২:১০ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো নথিতে এই মত দিয়ে বলেন, দণ্ডপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানো সম্ভব নয়। বিদেশে যেতে হলে আগে তাকে দণ্ডমুক্ত হতে হবে। আইন মন্ত্রণালয়ের এই মতামতের প্রেক্ষিতে খালেদা জিয়ার পরিবারের আবেদন না-মঞ্জুর করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
করোনা আক্রান্ত হয় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে ৭ মে রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় লিখিত আবেদন নিয়ে যান খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। সে রাতেই এ বিষয়ে মতামতের জন্য আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের কাছে আবেদনটি পাঠানো হয়।
আইন বলছে, সাজাপ্রাপ্ত কোনও ব্যক্তির দেশের সীমানার বাইরে যাওয়ার বা পাঠানোর কোনও সুযোগ নেই। এক্ষেত্রে দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে হলে আগে দণ্ড মওকুফ করতে হবে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। আইনমন্ত্রী বলেন, আইন অনুযায়ীই খালেদা জিয়ার বিষয়ে মত দিয়েছে মন্ত্রণালয়।
পরে সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার মানবিক বলেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি বারবার বিবেচনায় এনেছে। কিন্তু আইনের বাইরে যাওয়ার কোন সুযোগ না থাকায় এই মুহূর্তে বিদেশে যেতে পারছেন না বিএনপি চেয়ারপারসন।
তবে খালেদা জিয়া আক্রান্ত হওয়ার ২৭ দিন পর করোনাভাইরাস মুক্ত হয়েছেন বলে জানিয়েছে তাঁর চিকিৎসায় গঠিত বিশেষজ্ঞ চিকিৎসক দল।