এই অঞ্চলটিতে কোনো জনবসতি নেইা৷
১১ মাস আগে আগ্নেয়গিরিটিতে সর্বশেষ অগ্নুৎপাতের ঘটনা ঘটেছিল৷ তবে সোমবারের অগ্নুৎপাতের ফলে লাভা ছড়িয়ে পড়লেও তা জনসাধারণের ক্ষতির কারণ হবে না বলে জানায় প্রশাসন৷ তাছাড়া বাতাসেও কোনো ছাই ছড়িয়ে পড়েনি৷
ছোট আকৃতির এই অগ্নুৎপাতের ফলে পাহাড়ের উপতক্যায় লাভা ছড়িয়ে পড়ছে৷ অবশ্য যে অঞ্চলে অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে সেটি ফাগ্রাদাসফিয়ালস আগ্নেয়গিরি নামে পরিচিত। এলাকাটি আইসল্যান্ডের কেন্দ্রীয় বিমানবন্দর কেফলাভিকের নিকটে অবস্থিত। তবে আগ্নেয়গিরির কারণে বিমান চলাচল বাধাগ্রস্ত হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অগ্নুৎপাতের পর সেখান থেকে ঝরনার মতো লাভার উদগীরণ দেখা গেছে। তাছাড়া অগ্নুৎপাতের ফলে সেখানে ছোট আকৃতির কয়েক হাজার ভূকম্পন অনুভূত হয়েছে বলেও জানানো হয়।
তার আগে আইসল্যান্ডের এই অঞ্চলটিতে সম্প্রতি দুবার এমন অগ্নুৎপাতের ঘটনার ঘটে। এর প্রথমটি ছিল ২০২১ সালে। প্রায় ছয় মাস স্থায়ী হয়েছিল অগ্নুৎপাত। আর দ্বিতীয়টি হয়েছিল ২০২২ সালে যেটি প্রায় তিন সপ্তাহ স্থায়ী হয়েছিল।
ডয়চে ভেলে