আইসিইউতে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থা স্থিতিশীল
- আপডেট সময় : ০৭:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার কার্যালয়ের মুখপাত্র ।
জনসনের স্বাস্থ্যের বিষয়ে ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, তিনি মান অনুযায়ী অক্সিজেন চিকিৎসা নিচ্ছেন এবং কোনও প্রকার সহায়তা ছাড়াই শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন। তার কোনও ধরনের যান্ত্রিক ভেন্টিলেশন কিংবা শ্বাসপ্রশ্বাসের সহায়তার দরকার পড়েনি।তিনি আরও বলেন, বরিস জনসন রাতভর স্থিতিশীল ছিলেন এবং তার মনোবল শক্ত রয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার অবনতি হওয়ার পর মঙ্গলবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। ক্রমাগত করোনার উপসর্গ দেখা দেয়ার পর রোববার তাকে মধ্যলন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয়। একটানা ১০ দিনেরও বেশি সময় ধরে তার শরীরে উচ্চ তাপমাত্রা ছিল।পরবর্তী ২৪ ঘণ্টায় তার অবস্থার দ্রুত অবনতি ঘটছিল।