আইসিসির টেলিকনফারেন্স সভায় আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
আইসিসির টেলিকনফারেন্স সভায় আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে ১০ই জুন। সেদিনই নেয়া হবে অপেক্ষমান সব সিদ্ধান্ত।
করোনায় স্থবির ক্রীড়াঙ্গন। আইসিসির কর্তারা তাই বসেছিলেন ভিডিও কনফারেন্সে। মিটিংয়ে এজেন্ডা ছিল টি-টুয়েন্টি বিশ্বকাপ ঠিক সময়ে হবে, নাকি পেছাবে। সঙ্গে আলোচনায় ছিল আইসিসির আসন্ন নির্বাচন। তবে, কোনো সিদ্ধান্তে আসতে পারেননি কর্তারা। অক্টোবরের মাঝামাঝি হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। অর্থনৈতিক মন্দার কারণে অস্ট্রেলিয়া চায় পরের বছর টুর্নামেন্ট আয়োজন করতে। আবার ওই সময়ের বিশ্বকাপ পিছিয়ে গেলে ভারতের ইচ্ছা আইপিএল করার। সব মিলিয়ে তাই চলমান পরিস্থিতিতে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি আইসিসি। তাই জুনের ১০ তারিখ আবারো বৈঠকে বসবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।