আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- আপডেট সময় : ১২:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও বনানী কবরস্থানে যুবলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। পরে প্রতিষ্ঠাবার্ষীকির কর্মসুচীর উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় বিএনপি-জামায়াতকে রাজপথে প্রতিহত করার হুঁশিয়ারি দেন যুবলীগ তারা।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম যুব সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপনে দিনব্যাপী নানা কর্মসুচীর অংশ হিসেবে কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রথমে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, পরে বনানী কবরস্থানে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
শ্রদ্ধা নিবেদেন শেষে ধানমন্ডিতে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন যুবলীগের চেয়ারম্যান। একই সঙ্গে উড়ানো হয় বেলুন ও পায়রা। অনুষ্ঠানে দেয়া শুভেচ্ছা বক্তব্যে নেতাকর্মীদেরকে রাজপথে সোচ্চার থাকার আহবান জানান যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়ে সামনের দিনগুলোতে নিজেদের প্রত্যাশার কথা জানান মহানগরের নেতারা। স্বাধীনতার পর ১৯৭২ সালের ১১ নভেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ।