আওয়ামী লীগ মানেই উন্নয়ন আর বিএনপি মানে হত্যা
- আপডেট সময় : ০৭:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
মিজান আহমেদ, ঢাকা
আওয়ামী লীগ মানেই উন্নয়ন আর বিএনপি মানে হত্যা, দুঃশাসন ও জঙ্গীবাদ। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিএনপি ও জামাত জোট নারীর ক্ষমতায়ন ও স্বাধীনতায় বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
এদিন দলীয় পতাকা উত্তোলনের মধ্যে শুরু হয়, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে সভামঞ্চে উঠেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনে সারাদেশের এক হাজার ৬০০ কাউন্সিলর অংশ গ্রহণ করেন। পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মিদের স্বত:স্ফুর্ত অংশ গ্রহণের মধ্যে দিয়ে কানায় কানায় ভরে উঠে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান।
বিজয়ের মাসে বক্তব্যের শুরুতেই শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বীরঙ্গনাদের ঘিরে তৈরী সামাজিক সংকট সমাধানে বঙ্গবন্ধুর উদার নৈতিক অবস্থান তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা।
বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আওয়ামী লীগ নারীদের এগিয়ে নিয়েছে মন্তব্য করে সরকার প্রধান বলেন, বিএনপি জামাত জোট নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না। আওয়ামীল লীগ ক্ষমতায় এলে দেশ এগিয়ে যায় আর বিএনপি এলেই দেশ পিছিয়ে যায় বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
২০০৮ এর নির্বাচনে জনগনেই ভোটেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে জানিয়ে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা