আওয়ামী লীগ সরকারের কাছে বাংলাদেশ নিরাপদ নয় : জোনায়েদ সাকি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- / ১৭৪৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। দেশকে প্রকৃত স্বাধীন করতে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
রাজধানীর শাহবাগে গণসংহতির আত্মপ্রকাশের ৭ বছর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জোনায়েদ সাকি আরও বলেন, ইভিএম এবং ভোটের সচ্ছতা বলা হলেও আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে আবারো জনগণের ভোটাধিকার নষ্ট করবে।
দেশের মানুষের ভয়ে আওয়ামী লীগ নেতারা বিদেশে দ্বিতীয় আবাস স্থল গড়ে তুলছে। ব্যাংক লুটপাট করে টাকা পাচার করছে বলেও অভিযোগ করেন তিনি।
সাকি সব রাজনৈতিক দল গুলোকে অভিন্ন লক্ষ্যে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, গণসংহতির এবং গণতন্ত্র মঞ্চের নেতা আবুল হাসান রুবেলসহ বিভাগীয় নেতা কর্মীরা।
সমাবেশের পর দলটি শাহবাগে মোড়ে মিছিল করে।