আওয়ামী জোটে আর নেই জাতীয় পার্টি: জিএম কাদের
- আপডেট সময় : ০৮:৫৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের জোটে জাতীয় পার্টি আর নেই জানিয়ে পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ভবিষ্যতে থাকবে কিনা সে বিষয়ে এখনই সিদ্ধান্ত নয়। আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হলে তাতে জাতীয় পার্টি অংশ নেবে কিনা তা নিয়েও ভাবছে দলটি।
রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় হিন্দু মহাজোটের প্রতিনিধি সম্মেলন।
এতে অংশ নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, জাতীয় পার্টি-আওয়ামী লীগের সাথে জোট বদ্ধ হয়ে নির্বাচন করে ক্ষমতায় এলেও ভবিষ্যতে জোটে থাকবে কিনা তা নিয়ে ভাবার সময় এসেছে।
দেশের বর্তমান পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ একটি সুষ্ঠু নির্বাচন। আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার হলে তাতে অংশ নেয়ার ব্যাপারে জাতীয় পার্টির অবস্থান তুলে ধরেন জিএম কাদের।
সম্প্রতি জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙাকে দলের কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া প্রসঙ্গে জিএম কাদের বলেন, জাতীয় পার্টি একটি সুশৃংখল দল। দলীয় শৃংখলা ভঙ্গ করলে কাউকেই ছাড় দেয়া হবে না।