আওয়ামী লীগই একমাত্র দল যারা অর্থনীতির নিয়ম-নীতি মেনেই কাজ করে
- আপডেট সময় : ০১:৪৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগই একমাত্র দল যারা অর্থনীতির নিয়ম-নীতি মেনেই কাজ করে।সকালে গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে বর্তমান পরিস্থিতিতেও দেশের অর্থনীতি সচল রয়েছে উল্লেখ করে একথা জানান তিনি। এ সময় তিনি আরো বলেন আওয়ামী লীগের এখন দায়িত্ব হচ্ছে শুধু ক্ষমতায় থাকতে নয়, ভবিষ্যত প্রজন্মের কথা মাথায় রেখে দেশকে এগিয়ে নেয়ার পরিকল্পনা ও প্রস্তুতি এখন থেকেই গ্রহন করতে হবে। এস কে সৌরভের প্রতিবেদন।
বুধবার গণভবনে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যেহেতু আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের স্বাধীনতা এসেছে তাই দেশকে এগিয়ে নেয়ার দায়িত্ব আওয়ামী লীগেরই।
এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ নিয়ম নীতি মেনে কাজ করে বলেই করোনা পরিস্থিতিতেও দেশের অর্থনীতি সচল রয়েছে। করোনাভাইরাসসহ যেকোন দুর্যোগে আওয়ামী লীগের নেতাকর্মীরাই জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।