আওয়ামী লীগই সংখ্যালঘু নির্যাতনকারী : অভিযোগ ফখরুলের
- আপডেট সময় : ০৮:৩৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
প্রশাসনের গাফিলতি ও স্থানীয় আওয়ামী লীগের মদদেই সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলা হয় বলে জানিয়েছে বিএনপি। আওয়ামী লীগের সব আমলে, আর তাদের নেতৃত্বেই সবচেয়ে বেশি সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সুনামগঞ্জের ঘটনা পরিদর্শন শেষে গণমাধ্যমের সামনে তুলে ধরে বিএনপি। ১৭ মার্চ স্থানীয় যুবলীগ নেতা স্বাধীনের নেতৃত্বে মাইকে ঘোষণা দিয়ে সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়েছে বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এসময় স্থানীয় সংখ্যালঘু ভুক্তভোগিরা বিএনপির পরদির্শক দলকে জানায়, ৭০ থেকে ৮০টি বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও শিশুদের ওপর শারীরিক নির্যাতন চালায় স্থানীয় আওয়ামী যুবলীগ নেতারা।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, সংখ্যালঘুদের ওপর সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে আওয়ামী লীগের আমলেই। এসময় তিনি আরো অভিযোগ করেন,সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখ্ল করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য।এখনও পর্যন্ত এই সম্প্রদায়ের উপর হামলার কোন বিচার না হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি।