আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচন নয় : ফখরুল
- আপডেট সময় : ০৭:১৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের অধীনে দেশে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন জোরদারের তাগিদ দিয়েছেন তিনি। আর দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির আন্দোলনের একটাই ইস্যু–নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
জাতীয় প্রেসক্লাবের সামনে, যুবদলের বিক্ষোভ সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে জড়ো হয়।
সমাবেশে বিএনপির শীর্ষ নেতারা ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান। তারা বলেন, আক্রমণ হলে, পাল্টা আক্রমন করতে হবে।
ঝিনাইদহ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে, দলের মহাসচিব বলেন, আওয়ামী লীগের অধীনে দেশে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না।
বর্তমান সরকার স্বাধীনতার স্বপ্নগুলো ভুলুণ্ঠিত করেছে বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।